নিউজ ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৬ ১৩:০৮

উদীচী'র 'সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী বিভাগীয় সেমিনার’ অনুষ্ঠিত

সিলেটে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ‘সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী বিভাগীয় সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিলেট সিটি কর্পোরেশন হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উদীচী’র সিলেট বিভাগীয় আহ্বায়ক ব্যারিষ্টার আরশ আলীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাহমুদ সেলিম, যুগ্ম-সম্পাদক প্রদীপ ঘোষ, বিভাগীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মকবুল হোসেন, কবি একে শেরামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি কৌশলে পৃথিবীর বিভিন্ন দেশে জংগিবাদের উথ্থান ও চরমপন্থাকে উষ্কে দিচ্ছে। এদেশের তেলগ্যাসসহ মূল্যবান সম্পদ লুটপাটে সক্রিয় রয়েছে মার্কিনী শক্তি ও তাদের দোসররা। এদেশের সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভাংগন ধরিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত এই চক্র।

সাম্রাজ্যবাদী অপশক্তি রুখতে মহান মুক্তিযুদ্ধে চেতনায়  দেশের সকল প্রগতিশীল শক্তিকে সংঘবদ্ধ হয়ে কাজ করার আহ্বন জানান বক্তারা।

এছাড়া আগামী ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারী ঢাকায় অনুষ্ঠিতব্য ‘সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিন এশীয় সাংস্কৃতিক কনভেনশন ২০১২৬’ সফল করার আহ্বান জানান বক্তারা।

সেমিনারে সিলেট বিভাগের চার জেলা থেকে উদীচী'র দুইশতাধিক কর্মী-সংগঠক উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত