বড়লেখা প্রতিনিধি

০৫ অক্টোবর, ২০২৪ ১৮:২১

বিএসএফের গুলিতে নিহত স্বর্ণার পরিবারের সাথে দেখা করতে রবিবার জুড়ী আসছেন রিজভী

ফাইল ছবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারের সাথে স্বাক্ষাৎ করতে রবিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আসছেন ‘আমরা বিএনপি পরিবার’ -এর প্রতিনিধি দল।

স্বাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গণমাধ্যমে পাঠানো ‘আমরা বিএনপি পরিবার’ -এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজার জেলার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্তৃক হত্যার শিকার স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন ‘আমরা বিএনপি পরিবার’ -এর প্রতিনিধি দল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘আমরা বিএনপি পরিবার’ -এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আলমগীর কবীর, আহবায়ক আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শরিফুল হক সাজু।

রবিবার সকাল ১১টার দিকে জুড়ী উপজেলার স্থানীয় খাগটেকা বাজার সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানে হওয়ার কথা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত