১৩ অক্টোবর, ২০২৪ ১৯:২৫
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
শনিবার (১২ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতৃবৃন্দ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে এই শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় বড়লেখা উপজেলা জামায়াতের আমির এমাদুল ইসলাম, ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগ সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আহমদ হোসাইন মোল্লা, শ্রমিক কল্যাণ সভাপতি ইমদাদুর রহমান, ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল কিবরিয়া চৌধুরী, মামুন আহম, মিজান আহমদ, বড়লেখা উত্তর ছাত্র শিবির সভাপতি জাবেদ হোসাইন, শাহবাজপুর কলেজ সভাপতি সাজু আহমদসহ শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য