নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারি , ২০১৬ ২২:০৬

‘নাসির আমৃত্যু সমাজ পরিবর্তনের চিন্তা করে গেছেন’

মৌলভীবাজর গণজাগরণ মঞ্চের আহবায়ক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রয়াত নাসির জামানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে গণজাগরণ মঞ্চ মৌলভীবাজার।

আজ ১২ ফেব্রুয়ারি বিকেলে প্রজন্ম চত্বরে  (পৌর পার্ক) স্মরণসভা অনুষ্ঠিত হয়।

নাসির জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন, জীবন কর্ম নিয়ে আলোচনা, স্মৃতিচারণ এবং নাসির জামানের কবিতা পাঠসহ বিভিন্ন আয়োজন ছিলো স্মরণসভায়।

গণজারণ মঞ্চের সংগঠক মাসুদ রানার সঞ্চালনায় এবং আব্দুল হাফিজ চৌধুরী ইমুর সভাপতিত্বে এসময় নাসির জামানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক এডভোকেট নীলিমেষ ঘোষ বলু, আব্দুল মতিন, উদীচী'র জেলার সভাপতি এডভোকেট মকবুল হোসেন, সাংস্কৃতিক সংগঠক মীর ইউসুফ আলী, জাহাঙ্গীর জয়েস, সুমন চৌধুরী, পান্ন দত্ত, ইফ্ফাত আরা নীপা, কল্লোল দেব, কামরুল হাসান মিজু, বিপাশা দাশ গুপ্তা প্রমুখ।

স্মৃতিচারণ করেন নাসির জামানের বোন রাহেলা আহমদ, বন্ধু নিরাময় রায়, মাহবুব মুর্শেদ ও বিনায়ক ঘোষ।

এসময় বক্তারা বলেন- নাসির জামান আমৃত্যু সমাজ পরিবর্তনের চিন্তা করতেন। সাম্প্রদায়িকতা মৌলবাদের বিরুদ্ধে তার যে সংগ্রাম ছিলো সেই সংগ্রামকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে যেতে হবে। এবং মুক্তিযুদ্ধের আকাংখিত বাংলাদেশ বিনির্মানের মাধ্যমেই কেবল তার চেতনাকে ধারণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত