বড়লেখা প্রতিনিধি

০১ এপ্রিল, ২০১৬ ০০:২৬

বড়লেখায় বিদ্রোহীসহ আওয়ামী লীগ ৮, বিএনপি ২

মৌলভীবাজারের বড়লেখায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রকাশিত ফলাফলে বেসরকারিভাবে বিদ্রোহী প্রার্থীসহ আওয়ামী লীগের ৮জন ও বিএনপির ২জন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।

আ’লীগের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্ণি ইউনিয়নে-এনাম উদ্দিন, প্রাপ্ত ভোট (৩৪৬২), নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন, প্রাপ্ত ভোট (৩২৮৭)।
নিজবাহাদুরপুর ইউনিয়নে-ময়নুল হক, প্রাপ্ত ভোট (৬৮৪১), নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাল উদ্দিন, প্রাপ্ত ভোট (৩৭৬৩)।

উত্তর শাহবাজপুর ইউনিয়নে আহমদ জুবায়ের লিটন, প্রাপ্ত ভোট (৬৫২৩), নিকটতম প্রতিদ্বন্দ্বী আকবর আলী, প্রাপ্ত ভোট (৩৮৬২)।

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে সাহাব উদ্দিন (বিদ্রোহী আ’লীগ), প্রাপ্ত ভোট (৪২২৬), নিকটতম প্রতিদ্বন্দ্বী নাহিদ আহমদ, প্রাপ্ত ভোট (৩১৫৫)।

সদর ইউনিয়নে-সোয়েব আহমদ, প্রাপ্ত ভোট (৯২৫১), নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম মামুন, প্রাপ্ত ভোট (৩০৯১)।

তালিমপুর ইউনিয়ন-বিদ্যুৎ কান্তি দাস, প্রাপ্ত ভোট (৫১৩১), নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন, প্রাপ্ত ভোট (৩৪৩৬)।

দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়ন এনাম উদ্দিন, প্রাপ্ত ভোট (৩৪১৮), নিকটতম প্রতিদ্বন্দ্বী জবরুল ইসলাম, প্রাপ্ত ভোট (২১১৩)।

দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আজির উদ্দিন, প্রাপ্ত ভোট (৫৪৭২), নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন আদনান, প্রাপ্ত ভোট (৪৩০৩)।

বিএনপির বিজয়ীরা হলেন-সুজানগর ইউনিয়নে-নছিব আলী, প্রাপ্ত ভোট (৫৭৬০), নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরুল ইসলাম লাল, প্রাপ্ত ভোট (৪০১০)।

দাসেরবাজার ইউনিয়নে-কমর উদ্দিন, প্রাপ্ত ভোট (৪৫৫২), নিকটতম নজব উদ্দিন, প্রাপ্ত ভোট (৪১৫০)।

আপনার মন্তব্য

আলোচিত