নবীগঞ্জ প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:১৫

নবীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

‘জঙ্গিবাদকে না বলুন,সন্ত্রাসকে ঘৃণা করুন’ এ স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ হিরা মিয়া গার্লস হাই স্কুলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শিক্ষক সমিতির সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানির পরিচালনায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার আ. রাজ্জাক, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, সহকারী শিক্ষা অফিসার জামশেদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গুল আহমেদ কাজল, যুগ্ম আহ্বায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, স্বেচ্চাসেবকলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী চৌধুরী সমুন, প্রেসক্লাবের অফিস সম্পাদক মতিউর রহমান মুন্না, শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সেলিনা বেগম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, ক্রীড়া সম্পাদক পলাশ রতন দাশ, অর্থ সম্পাদক লোমেশ রঞ্জন দাশ, সহ সাংগঠনিক সম্পাদক সমীরন কিশোর দাশ, প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, রাহেলা খানম, সোহেল আহমেদ, মহিবুর রহমান চৌধুরী প্রমুখ।

এদিকে, বুধবার রাতে মুক্তাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুমিত্রা রায় চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার শিকার হয়। উক্ত মানববন্ধনে এ ঘটনারও তীব্র নিন্দা জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত