বালাগঞ্জ প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০১৬ ১৯:৩৩

বালাগঞ্জ মুক্ত দিবস ৭ ডিসেম্বর

বালাগঞ্জ মুক্ত দিবস ৭ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে বালাগঞ্জ উপজেলা পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল।

মুক্তিযোদ্ধাদের সূত্রে জানা যায়, অবস্থানগত দিক থেকে সিলেটের গুরুত্বপূর্ণ এ এলাকাকে মুক্ত করতে ১৯৭১ সালের ২ ডিসেম্বর সকালে ভারতের সীমান্তবর্তী রাতছড়া থেকে ৪০ জনের একটি চৌকস দল বালাগঞ্জে উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

মুক্তিযোদ্ধাদের উভয় দল ৬ ডিসেম্বর সন্ধ্যায় বালাগঞ্জ থানা সংলগ্ন এলাকায় সম্মিলিত অবস্থান নেয়। খবর পেয়ে পাক বাহিনী দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে বালাগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল বাঙ্গালী পুলিশ বালাগঞ্জ থানা ভবনে অবস্থান করে। সারারাত মুক্তিযোদ্ধারা থানা ভবন ঘেরাও করে রাখে।

পরদিন ৭ ডিসেম্বর সকাল ৮টার দিকে লোকমারফত ওসির কাছে আত্মসমর্পণের নির্দেশ পাঠিয়ে জানানো হয়, মুক্তিবাহিনী চারদিকে ঘিরে ফেলেছে। আত্মসমর্পণ ছাড়া কোন পথ নেই। পরে পুলিশ বাহিনী থানা ভবনের মালখানায় তাদের সব অস্ত্র জমা দেয়। সকাল ১০টায় বালাগঞ্জ থানার ওসি বালাগঞ্জ ডাক বাংলোয় মুক্তিবাহিনীর নিকট থানার চাবি হস্তান্তর করেন।

এ সময় এলাকার মুক্তিকামী শতশত মানুষের হর্ষধ্বনীতে প্রকম্পিত হয়ে উঠে বালাগঞ্জ। পাকিস্তানী পতাকা নামিয়ে পুড়িয়ে ফেলে থানায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন কর হয়। উপস্থিত শতশত জনতা মুক্তিবাহিনীকে বালাগঞ্জে স্বাগত জানায়।

আপনার মন্তব্য

আলোচিত