নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:২২

তাহিরপুরের শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুরের শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের বন্যা কবলিত তাহিরপুর, মাহমুদপুর, নোয়াপাড়া, দূর্গাপুর এবং টাঙ্গুয়ার হাওর এলাকার ১১৫টি পরিবারের মধ্যে ৬০ মণ চাল এবং ৬ মণ ডাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) তাহিরপুরের উপজেলা পরিষদ মিলনায়তনে এই ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

ত্রাণ সহায়তায় একযোগে কাজ করেছে ইংল্যান্ডের কার্গো ওয়্যারহাউজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, এক রঙ্গা এক ঘুড়ি, প্রবাসী এবং দেশী একঝাঁক হৃদয়বান মানুষ।

বন্যায় ক্ষতিগ্রস্ত এবং ভিজিএফ কার্ডবিহিন পরিবার বাছাইকরণে স্থানীয়ভাবে সর্বাত্মক সহযোগিতা করেছেন হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কর্মীবৃন্দ।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রভাষক ডা. এনামুল হক, কার্গো ওয়্যারহাউজের কর্ণধার মিজানুল হক আদিল, স্যাম আহমেদ, নিপেন্দু নাথ, 'আমরা' ফাউন্ডেশনের রিপন জামান, যুবনেতা মুরাদ আহমেদ চৌধুরী, সাফুওয়ান হোসেন, ৫২তম এসওএমসি'র মিজানুর রহমান সামীর সহ আরও অনেকে।

আগামী ১০ সেপ্টেম্বর এ টিম ত্রাণ বিতরণে রংপুরে যাবে।

আপনার মন্তব্য

আলোচিত