সিলেটটুডে ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৫৬

সিলেটে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সাংস্কৃতিক সমাবেশ শনিবার

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণের জন্য শনিবার বিকাল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছে।

প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগের কমিশনার ড. মোছাম্মাৎ নাজমানারা খানম।

অনুষ্ঠানে কবিতা, নৃত্য, সঙ্গীত ও নাটকের মধ্য দিয়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হবে। সেই সাথে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে নাট্য ও সংস্কৃতি কর্মীসহ সর্বস্তরের মানুষকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত