জগন্নাথপুর প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০১৮ ১৮:৫৫

জগন্নাথপুরে পানি নিস্কাশন, বাঁধ নির্মাণ ও নদী খননের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্রুততম সময়ের মধ্যে হাওরের পানি নিষ্কাশনের কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সঠিক নীতিমালা মেনে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও যথাসময়ে নদী খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ মুকিত, বাংলাদেশ ইয়ুথফ্রন্ট এর সভাপতি সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা বিএনপি নেতা ডা. রাজা মিয়া, আখলুল করিম, মো. দিলু মিয়া, হাজী সুহেল আমীন, আলিম উদ্দিন, জুবেদ আলী লখন, সামসুল ইসলাম রানা, আবুল লেইস, আনিসুর তুতি, জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান হারুন, সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম, পৌর বিএনপি নেতা সালাউদ্দিন মিটু, কবির আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে হাওরের পানি নিস্কাশনের কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সঠিক নীতিমালা মেনে হাওরের ফসল রক্ষা বাধ নির্মাণের জোর দাবি জানান।

মানববন্ধন শেষে জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ’র নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

জগন্নাথপুরের ইউএনও মাসুম বিল্লাহ স্মারকলিপি পেয়েছে বলে নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত