ছাতক প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০১৮ ২০:৪৫

ছাতকে প্রাণিসম্পদ সেবাসপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

সুনামগঞ্জের ছাতকে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাসুদ করিম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শেখ আজমল হোসেন, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, এসএসকেএস পরিচালক সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, ক্ষুদ্র ঋণ প্রকল্প কর্মকর্তা আব্দুল মমিন, খামারি হাজী সোহাগ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত