সিলেটটুডে ডেস্ক

২৭ জানুয়ারি, ২০১৮ ১৯:১৫

‘দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে সিলেট অনেক পিছিয়ে’

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রানা ফেরদৌস চৌধুরী বলেছেন, দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে সিলেট উন্নয়নে অনেক পিছিয়ে আছে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী বিনিয়োগকারীদের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে চেম্বার কার্যালয়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সিলেটে ফায়ার ব্রিগেড সদর দপ্তর স্থাপন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, এয়ারপোর্টের উভয় পাশে গুরুত্বপূর্ণ ২টি বাইপাস নির্মাণ, ওসমানী এয়ারপোর্টকে দৃষ্টিনন্দন বিমানবন্দরে রূপান্তর, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, স্বপ্নের সিলেট-আখাউড়া ডাবল রেললাইন দ্রুত নির্মাণ, সিলেট-ঢাকা ফোরলেন সড়ক নির্মাণের দাবী জানান তিনি। সিলেট শহরের যানজট নিরসনের জন্য দলদলি থেকে চৌকিদেখি হয়ে শাহী ঈদগাহ্ পর্যন্ত রাস্তা প্রশস্থকরণের তিনি দাবী জানান।  

সভায় বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি জনাব মাসুদ আহমদ চৌধুরী, প্রবাসী জনাব আব্দুস শহীদ, জনাব এম এ ফখর, জনাব ফক্কু চৌধুরী, মরিয়ম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক জনাব মোঃ হিজকিল গুলজার, জনাব মোঃ সাহিদুর রহমান, জনাব মুশফিক জায়গীরদার, জনাব মুকির হোসেন চৌধুরী, জনাব চন্দন সাহা, জনাব মোঃ আব্দুর রহমান (জামিল), জনাব হুমায়ুন আহমেদ, মোঃ আতিক হোসেন প্রমুখ।       
   
সিলেট চেম্বারের সভাপতি জনাব খন্দকার সিপার আহমদ সিলেটে বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে প্রবাসীদেরকে বিভিন্ন দাবী-দাওয়া সরকারের নিকট উপস্থাপনের আশ্বাস প্রদান করেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে আগত প্রবাসীদেরকে মতবিনিময় সভায় মিলিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

আপনার মন্তব্য

আলোচিত