জগন্নাথপুর প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০১৮ ২২:৫১

জগন্নাথপুরে স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত

সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলার ১৫৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে একযোগে উপজেলার সকল বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির লক্ষে নির্বাচনকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

বিভিন্ন বিদ্যালয়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিদ্যালয় আঙ্গিনায় সাদা-কালো ও কালার পোস্টার সাঁটিয়েছেন। তাছাড়া অভিভাবকরাও বিদ্যালয় আঙ্গিনায় নিজ নিজ প্রার্থীদের পক্ষে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে ভোট দেয়ার বিষয়ে কথা বলছেন। বৃহস্পতিবার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিস সূত্র জানা যায়, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক যোগে উপজেলার ১৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ নির্বাচনে ভোট প্রদান করে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার লক্ষে শিক্ষার্থীদের মধ্যে থেকেই প্রিজাইডিং, পোলিং কর্মকর্তা এবং নিরাপত্তার কাজে পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে সাতজন প্রার্থী জয়ী হয়। তারা স্বাস্থ্য, বন ও পরিবেশ বিষয়ক, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আপ্যায়নসহ সাতটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে বলে সহকারী শিক্ষিকা রেহেনা বেগম জানান।

উপজেলার ১৪নং মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিনা খানম বলেন, এ বছর নির্বাচনে শিক্ষার্থী ছাড়াও অভিভাবকদের মধ্যে অনেক বেশি উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারে উদ্যোগে শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার জন্যই এই নির্বাচনের আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত