বড়লেখা প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০১৮ ২৩:৫০

বড়লেখায় দুই প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।

এতে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, কলেজ শাখার অধ্যক্ষ আব্দুল বাছিত, শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে ১৫০জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে।

এছাড়াও শনিবার বিকেলে শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়েও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন। বক্তব্য দেন ডাঃ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সভাপতি রফিক উদ্দিন আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়ছর আহমদ ও শিক্ষার্থী সুমাইয়া বেগম প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে ৬৫জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত