জগন্নাথপুর প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০১৮ ০০:১৭

জগন্নাথপুরের ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে সাফল্য

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে প্রবাসীদের ফান্ডের মাধ্যমে পরিচালিত ‘ইসহাকপুর উচ্চ বিদ্যালয়’ একের পর এক উপজেলা পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে পর্যন্ত বিভিন্ন পুরষ্কার অর্জন করে যাচ্ছে।

তার ধারাবাহিকতায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরষ্কার অর্জন করে। এ অর্জনে স্কুল কর্তৃপক্ষকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকে পেছনে ফেলে জাতীয় শিক্ষা সপ্তাহ’১৮ তে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুজ জাহের। এর আগেই তিনি ২০০৪ সালে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকও নির্বাচিত হয়েছিলেন।

এবছর একই প্রতিষ্ঠান টানা তিনবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে এবং প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী বুশরা বেগম উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত