নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০১৮ ১৭:৫২

নগরীতে আজাদ অনুসারীদের বিক্ষোভ, মামলা প্রত্যহারের দাবি

সিলেটে মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের অনুসারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় নেতা-কর্মীরা কাউন্সিলর আজাদের অনুসারীদের উপর দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।

শনিবার (৩ মার্চ) দুপুরে ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্স থেকে সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিলটি শুরু হয়ে বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার হয়ে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ অক্টোবর নগরীর টিলাগড়ে কাউন্সিলর আজাদুর রহমান আজাদের কার্যালয়ের সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন ছাত্রলীগ নেতা ওমর আহমদ মিয়াদ। এ ঘটনায় মিয়াদের পিতা আকুল মিয়া বাদী হয়ে ১০ জন আসামির নাম উল্লেখ সহ আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করে শাহপরান থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। চলতি বছরের ৭ জানুয়ারি সন্ধ্যায় টিলাগড় পয়েন্টে আবারও প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রলীগ নেতা তানিম খান। এ ঘটনায় তানিমের পরিবার মামলা না করলেও তানিমের বন্ধু ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রাহী বাদী হয়ে শাহপরান থানায় মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত চার জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় মিছিলে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য মো. সানাওর, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুহিবুর রহমান মুহিব, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট ফখরুল ইসলাম, মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গিরদার, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দবির আলী, মহানগর যুবলীগের সিনিয়র সদস্য সুবেদুর রহমান মুন্না, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিরক রঞ্জন দে পাপলু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিহিত গুপ্ত চৌধুরী বাবলা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মুহিবুস সালাম রিজভি, সহসভাপতি এনায়েতুল বারি মুর্শেদ, যুবলীগ নেতা ও বিশ্বনাথ রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলমগীর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বিশ্বজিৎ দেব রায় বিশু, ২১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম সোহেল, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সেলিম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুফিয়ান এ পান্না, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস আর রুমেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা জমসেদ সিরাজ, আতিকুর রহমান তালুকদার, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আখতার হোসেন, কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিক, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা কাওছার আহমদ, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, জকিগঞ্জ পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানজিম শাহরিয়ার শাওনসহ জেলা ছাত্রলীগের আওতাধীন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজ ইউনিট ছাত্রলীগ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত