কুলাউড়া প্রতিনিধি

০৪ মার্চ, ২০১৮ ১৮:১২

কুলাউড়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন এর নেতৃত্বে কুলাউড়া শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠান থেকে ১৯ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (৪ মার্চ) দুপুরের দিকে এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পোড়া তেল ব্যবহার করা, খাদ্যপণ্যে ক্ষতিকর রং ব্যবহার করা, ঔষধের নির্ধারিত দাম মুছে অতিরিক্ত দামে বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠান (হোটেল ও ফার্মেসী) কে ১৯ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, শহরের পলাশ মিষ্টি ঘর এন্ড হোটেলকে ৬ হাজার টাকা, জল খাবার মিষ্টি ঘরকে ৩ হাজার ৫শত টাকা, পাকশী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, হান্নান মেডিকেল স্টোরকে ৫ হাজার টাকা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমেদ এবং থানা পুলিশের একটি দল।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত