নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০১৮ ২০:২৩

নিরাপত্তাব্যবস্থা কতটা ঠুনকো, তা প্রমাণিত: শাবি উপাচার্য

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ‘পুলিশের উপস্থিতিতে অধ্যাপক জাফর ইকবালের মতো মানুষের ওপর হামলা করা হয়েছে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এ ঘটনায় নিরাপত্তাব্যবস্থা কতটা ঠুনকো তা প্রমাণিত হলো।’

রোববার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘হামলার ঘটনায় আমি আইজিপির সঙ্গে কথা বলেছি। বিষয়টি তিনি দেখবেন বলে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তাবলয়ের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

জাফর ইকবালের পেছনে দাঁড়ানো দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়েছেন বলে তিনি জানান, ‘হামলাকারী ছাড়াও জাফর ইকবালের পেছনের দাঁড়িয়ে থাকা দুজনের পরিচয় জানতে পেরেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের ফুড কোটের কর্মচারী, তার নাম রাহি এবং অপরজন একটি গোয়েন্দা সংস্থার সদস্য।’

সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত