ছাতক প্রতিনিধি

০৬ মার্চ, ২০১৮ ২১:১৮

সরকার গৃহহীনদের আশ্রয়ে কাজ করছে: এডিসি সফিউল আলম

সুনামগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সফিউল আলম সরকার গৃহহীনদের আশ্রয়ে কাজ করছে উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে- দেশে গৃহহীন কোন পরিবার থাকবেনা। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে গুচ্ছগ্রাম, আদর্শগ্রাম ও আশ্রয়ণ প্রকল্প অন্যতম। এসব প্রকল্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত সমাজের একটি বড় অংশের মানুষ নিজেদের মাথা গুজার ঠাঁই পেয়ে থাকে। সমাজের যাদের ঘর-বাড়ি নেই অথবা ঘরের অবস্থা খুবই নাজুক তাদেরকে সাধ্যানুযায়ী সরকার টাকা-পয়সা দিয়ে সাহায্য করে থাকে।

তিনি বলেন, পর্যায়ক্রমে সরকারের সামর্থ্য বৃদ্ধির সাথে এসব প্রকল্প আরো গতিশীলতা লাভ করবে বলে তিনি জানান। ২০১৮সালের জুন মাসের মধ্যেই এর মাটি ভরাটের কাজ সম্পন্ন করে ২৬টি পরিবারের বসত ঘর নির্মাণ করা হবে। এসময় তিনি কাজগুলো সঠিকভাবে সম্পন্নের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

মঙ্গলবার (৬ মার্চ) ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ভরেরগাঁও (বুড়াইরগাঁও) অরুণোদয় গুচ্ছগ্রামের ফিতা কেটে মাটি ভরাট কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে ও প্রকল্প সেক্রেটারি সুরেতাজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, সহকারি কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা, উপজেলা আ’লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, ছাতক থানার ওসি অপারেশন মো. মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শাহীন আলম, পীরপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বিধান চন্দ্র দাস, উপ-সহকারি দেলোয়ার হোসেন কাজি, সাংবাদিক কলামিস্ট সালেহ আহমদ হোসাইন, আ’লীগ নেতা আমান আলী, সুনামগঞ্জ জেলা অটে টেম্পু অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইজ্জাদুর রহমান ইজ্জাদ, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, এসএম দিলওয়ার হোসেন চয়ন, ছাতক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি সচিব অধির রঞ্জন দাস, প্যানেল চেয়ারম্যান শামছুল হক, ইউপি সদস্য মাহমুদ আলী, আলকাব আলী, আনোয়ার আলী, আবদুর রহমান, নিজাম উদ্দিন, ইউপি সদস্য শুভা রানী, সাদিকা বেগম, সাবেক ইউপি সদস্য আলমগির হোসেন, সমাজসেবী নূরুজ্জামান চৌধুরী, মোহন মিয়া, মখছুছুর রহমান, শ্রমিক নেতা ইকবাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য

আলোচিত