সিলেটটুডে ডেস্ক

০৭ মার্চ, ২০১৮ ০০:২৩

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সিলেটে সাংস্কৃতিক জোটের মানববন্ধন

লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর ঘৃণ্য হামলার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ কর্মসূচি পালন করা হয়। জোট সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর পরিচালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মদনমোহন কলেজ সিলেটের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, জোট সিলেটের সাবেক সভাপতি নাজনিন হোসেন।

এসময় বক্তারা হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং সকল জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকল প্রগতিশীল ও মুক্তচিন্তার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোটের সহসভাপতি বিধুভূষণ ভট্টাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনির, ডা. নাজরা চৌধুরী, বাংলাদেশ গ্রাম থিয়েটার হাসন রাজা অঞ্চলের সমন্বয়কারী সৈয়দ সাইমুম আনজুম ইভান, জোট নেতা আবিদ ফয়সাল. মুহিতুর রহমান রনি, খোকন ফকির, ইকবাল সাই, অমিত ত্রিবেদী, সংস্কৃতিকর্মী রুবেল রাজ, তাহরিম বখত নাদিব, শাহিনুর আহমেদ রাসেল, আব্দুর রব হাজারি, মো. আবু তাহের, মো. জহিরুল ইসলাম, আশরাফুল ইসলাম অনি, ইমরান চৌধুরী রাজিব, নাহিদ বখত রকিব প্রমুখ।

এর আগে গত ৫ মার্চ সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত