সুনামগঞ্জ প্রতিনিধি

০৭ মার্চ, ২০১৮ ১৭:০০

৭ মার্চ উপলক্ষে সুনামগঞ্জে জেলা কৃষক লীগের আলোচনা সভা ও র‍্যালি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্ট্রার’ এ অন্তর্ভুক্ত করায় সুনামগঞ্জে আলোচনা সভা ও র‌্যালি করেছে জেলা কৃষক লীগ।

বুধবার (৭ মার্চ) দুপুর ১২টায় শহরের আলফাত স্কয়ারের আব্দুল মজিদ প্লাজার তৃতীয় তলায় জেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জুনেদ আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক গৌতম কুমার বণিক, জেলা কৃষক লীগের সদস্য অরুন কুমার দে, মুহিবুর রহমান, সালমা আক্তার চৌধুরী, তারেক মিয়া, রফিকুল ইসলাম কালা মিয়া, তাহের মিয়া, মোবারক হোসেন।

সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক মাইনুল হক, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, বাবলু আহমদ, পৌর কৃষক লীগের আহবায়ক কল্লোল তালুকদার, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, সদস্য জসিম উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক সিদ্দিক আহমদ, আব্দুল কাহার, দোয়ারাবাজার উপজেলা কৃষক লীগের আহবায়ক শহীদুল ইসলাম প্রমুখ।

এরপর আলফাত স্কয়ার থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

আপনার মন্তব্য

আলোচিত