কুলাউড়া প্রতিনিধি

০৭ মার্চ, ২০১৮ ১৭:৫৩

এবার ইঞ্জিনের বাফার রিং ছিড়ে আটকা পড়েছে ঢাকাগামী পারাবত

এবার ইঞ্জিনের বাফার রিং ছিঁড়ে মাইজগাঁও স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী ট্রেন পারাবত এক্সপ্রেস।

বুধবার (৭ মার্চ) বিকেল পৌনে চারটায় দিকে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, সিলেট-আখাউড়া রেল সেকশনের ঢাকাগামী পারাবত ট্রেন মাইজগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছায় বিকেল ৩টা ৪০ মিনিটে। পরে পৌনে চারটায় ছেড়ে যাওয়ার সময় ট্রেনের বগি ও ইঞ্জিনের সংযুক্তস্থলের বাফার রিং ভেঙ্গে গেলে বগির সাথে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ ঘণ্টা ধরে আটকা পড়েছে ট্রেনটি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মাইজগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হরিপদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুলাউড়া লোকশেডের সিনিয়র সহকারী ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাস বলেন, ইঞ্জিনের এক পাশের বাফার রিং ভেঙ্গে গেছে এবং অন্য পাশেরটি ঠিক থাকায় কুলাউড়ায় এনে ঘুরিয়ে মাইজগাঁও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১২ নভেম্বর রোববার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে সিলেট ও মোগলাবাজার রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে প্রায় তিন কিলোমিটার দূর চলে যায়।

আপনার মন্তব্য

আলোচিত