জামালগঞ্জ প্রতিনিধি

০৭ মার্চ, ২০১৮ ১৯:৫৭

জামালগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।

বুধবার (৭ মার্চ) সকালে জামালগঞ্জ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভায় সাধারণ সম্পাদক এম নবী হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলার আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা পরিষদের ডেপুটি কমান্ডার ও সাবেক জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, অফিসার ইনচার্জ আবুল হাসেম জামালগঞ্জ থানা, আওয়ামী লীগের সহসভাপতি ও ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সহ সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, তথ্য বিষয়ক সম্পাদক মো. জহিরুল হক তালুকদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আসাদ আল আজাদ, মলি হোসেন তালুকদার, সমাজ সেবক পংকজ পাল চৌধুরী, জেলা যুবলীগ নেতা এড. নাসিরুল হক আফিন্দী, আবুল আজাদ, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক মো. আবু তাহের তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি আবুল খয়ের, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, সাবেক যুবলীগের যুগ্ম আহবায়ক মুকবুল হোসেন আফিন্দী, যুবলীগ নেতা শিরিন তালুকদার, কাশেম আখঞ্জী, ইমরান আলী তালুকদার, আনোয়ার হোসেন তালুকদার, এম মুক্তার হোসেন, শেখ রাসেল স্মৃতি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কবি আলী হোসেন রাজা, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ আলম লিমন, তামিমুর রহমান চৌধুরী, স্বাধীন, শহীদ, রকি প্রমুখ।

আলোচনা সভার পর প্রধান অতিথি জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত পঞ্চম তলা ছাত্রীনিবাস পরিদর্শন করেন।

আপনার মন্তব্য

আলোচিত