গোলাপগঞ্জ প্রতিনিধি

০৮ মার্চ, ২০১৮ ০১:২৮

গোলাপগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারে ৭ মার্চের আলোচনা সভা

সিলেটের গোলাপগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণই স্বাধীনতা প্রথম ডাক’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার উপজেলা শাখার সভাপতি আবু সুফিয়ান আজম। সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ শিপলুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জাকারিয়া আহমদ।, মহানগরের সাধারণ সম্পাদক শাহাদাৎ হো‌সেন, গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন ক‌বির জুয়েল, যুক্তরাজ্য যুবলীগ নেতা ইবশা চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার পৌর শাখার সভাপতি আবু সুফিয়ান, গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি অহিদুর রহমান, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, হোসেন আহমদ বাদশা, সাংগঠনিক সম্পাদক আজিদুর রহমান আজির, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ জামাল উদ্দিন ফয়সল, আইন সম্পাদক জানেল আহমদ, বন ও পরিবেশ সম্পাদক আলী আহমদ রাদিস, ত্রাণ সম্পাদক আপ্তাব আহমদ, বিজ্ঞান সম্পাদক মিছলু উদ্দিন, আমুড়া ইউনিয়ন শাখার সভাপতি দেলওয়ার হোসেন, সহ সভাপতি কয়েছ আহমদ, সা‌হিদ‌ুল আলম সাদ, শিল্প বাণিজ্য সম্পাদক তা‌রেক আহমদ, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, সহ সাধারণ সম্পাদক আদনান আহমদ, রা‌ফি আহমদ, সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ সাদী, তাহমিদ আহমদ, রা‌হিম আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ রাকিব আহমদ, আইন সম্পাদক শিমুল হোসেন রাজু, যুব ও ক্রীড়া সম্পাদক মিলাদ আহমদ, শিক্ষা সম্পাদক শা‌কিল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক তাহ‌মিদ আহমদ, পৌর প্রচার সম্পাদক রুম্মান আহমদ, পার‌ভেজ আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত