নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০১৮ ০১:৩৮

ভোট দিয়েছেন ৬২ শতাংশ ভোটার

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩ লক্ষ ২১ হাজার ৭৩২ জন ভোটারের বিপরীতে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লক্ষ ৯৮ হাজার ৬শত ৫৭ জন। যা সিলেট নগরীর মোট ভোটারের ৬২ শতাংশ।

সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ২৭টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সিসিকের ১৩৪টি কেন্দ্রের ১৩২টির ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি ২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এই দুই কেন্দ্রে নির্বাচন হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রধান নির্বাচন কমিশনার। তথ্যটি জানিয়েছেন সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান।

নির্বাচনে মেয়র ও কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিলিয়ে মোট ১৯১ জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন। সিসিক নির্বাচনে ছয়জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ২৭টি সাধারণ ওয়ার্ডে ১২৬ জন কাউন্সিলর এবং ৯টি সংরক্ষিত আসনে ৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত