ছাতক প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০১৮ ১৬:০৯

ছাতকে ৩ দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

'উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারীসহ সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

মেলার ৬০টি স্টলে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি জনগণকে বিভিন্ন ধরনের সরকারি সেবা প্রদান করা হবে। এছাড়া তিনদিনের এ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবন্ধ রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং যাদু প্রদর্শনীসহ নানা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত