সুনামগঞ্জ প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০১৮ ১৬:৩৬

খেলতে হলে রেফারিকে মেনেই খেলতে হবে: প্রতিমন্ত্রী মান্নান

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান বলেছেন, ‘আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন অবাধ-নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন উপহার দেয়ার জন্য কাজ করছে।’

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসন আয়োজিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘খেলতে হলে মাঠে নামতে হবে। খেলতে হলে রেফারিকে মেনেই খেলতে হবে। নির্বাচন কমিশনকে মানতে হবে, তার উপর আস্থা রাখতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা সুনামগঞ্জের প্রতি খুবই আন্তরিক। তিনি হাওর, চরাঞ্চল ও পাহাড়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হাওরের উন্নয়নে কোন প্রকল্প দেখলেই লুফে নেন। হাওর ও হাওরের প্রকল্পকে তিনি অগ্রাধিকার দেন। তিনি বলেন, হাওরের জন্য, হাওরের মানুষের জন্য আরও প্রকল্প নিয়ে আসুন।’

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার আল আমিন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন্নার বেগম শাহানা রব্বানী, পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক বিভাগের ভারপ্রাপ্ত সদস্য ও ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।

সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. বকরকতুল্লাহ খান ও পৌর মেয়র নাদের বখত।

আলোচনা সভার আগে উন্নয়ন মেলায় সুনামগঞ্জ জেলার থিম সং পরিবেশন করেন শিল্পীরা। এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উন্নয়ন মেলায় মিলিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত