সিলেটটুডে ডেস্ক

০৫ অক্টোবর, ২০১৮ ১৭:৪৬

সিলেটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও গণস্বাক্ষর অভিযানের যৌথ উদ্যোগে এবং সিএসইএফের সহযোগিতায় সিলেটে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।  

শুক্রবার (৫ অক্টোবর) সিলেট নগরীর দরগা গেইট থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুসলিম সাহিত্য সংসদে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি সুহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল দাস এবং সহ সাধারণ সম্পাদক জোনাকি ধরের যৌথ পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়েদ উল্লাহ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. শরিফ উদ্দিন, এনামুল কবির, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিলাল গুপ্ত, সিনিয়র সহ সভাপতি নিজাম উদ্দিন, সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সঞ্জয় কুমার দাস, মো. তাজুল ইসলাম, মো. লোকমান হোসেন, গোলাম মোস্তাফা, সঞ্জিব দাস, মিজানুর রহমান, এখলাছুর রহমান, ফয়জুল হক, নারগিস বেগম, নিজাম উদ্দিন, আবুল কালাম আজাদ, খাজা মো. আজির উদ্দিন, খাদিজা বেগম, নীহারিকা সিনহা, সুজিত চক্রবর্তী, আফরোজা সুলতানা, লাল মোহন দাস নান্টু, আশিকুর রহমান, আবুল হাসনাত জুয়েল, মো. জামাল হোসেন, হবিগঞ্জ সদর সভাপতি মোস্তাফা আহমদ, প্রাণেশ রঞ্জন দাস, রুহুল আমিন,আব্দুস সামাদ, আতাউর রহমান, রিপণ আহমদ, আব্দুল ওয়াহিদ, বাহার উদ্দিন, জ্যোতিকা রাণী দাস, হাসান ইমরান, সুধাংশু চক্রবর্তী, সুশান্ত শেখর রায়, তমা দেব, বিনয় পণ্ডিত, আখলাকুর রহমান, বাবলু রঞ্জন দাস, পিন্টু চক্রবর্তী, সোহেল আহমদ, সুলতান আহমদ খান, মনোজ দাস, আরিফুল ইসলাম, মাসুদ পারভেজ শিমু, আলমাছ আলী, তাহির উদ্দিন, আবুল কালাম, মোছা. আয়েশা আক্তার, জাহানারা বেগম, মখলিছুর রহমান, মোস্তাক আহমদ, জসিম উদ্দিন, আব্দুর রুপ, ফখরুল ইসলাম, জয়নাল আবেদীন, আদরি রাণী দাস, অমর চন্দ্র দাস, সাহাব উদ্দিন শিহাব, আপ্তাব উদ্দিন, আজির উদ্দিন, দীপক চন্দ্র কর, জুড়ি উপজেলার সভাপতি মান্নান আহমদ, সহ সভাপতি সালেহ আহমদ, নিবলু দাস, কেন্দ্রীয় সদস্য পিংকু দাস, সৈয়দ কবির আহমদ, বাবুলাল শর্মা, সুমন ধর, জীবন চন্দ্র, আনোয়ার মিয়া, দেবানন্দ দেব, মহিন উদ্দিন, আব্দুল লতিফ, ফয়সল আহমদ, আনোয়ার হোসেন, আমিরুল ইসলাম, মনির আহমদ, রতিঞ্জয় দাস, বাবলু রঞ্জন দাস, মাহমুদুল হাসান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আখলাকুর রহমান ও গীতা পাঠ করেন সুজিত চক্রবর্তী।

উল্লেখ্য বিশ্ব শিক্ষক দিবসে সিলেট জেলার প্রত্যেক উপজেলার তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক ২০১৮ এর সম্মাননা প্রদান করা হয়। প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) এবং নবীন শিক্ষকদের অভিনন্দন জ্ঞাপন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত