কমলগঞ্জ প্রতিনিধি

০৯ অক্টোবর, ২০১৮ ১৮:৩১

কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

'থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত' এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস ও বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠনের নারীনেত্রী ও স্কুল-কলেজের নারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদের প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুচন্দা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এ.এস.এম সাজেদুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ, শিশু ঈশিতা চৌধুরী, জেবীন ও পলি রায় প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত