সিলেটটুডে ডেস্ক

০৯ অক্টোবর, ২০১৮ ২০:১০

‘শিল্পের শহর সিলেট’ কর্মসূচির উদ্বোধন

শিল্প-সংস্কৃতির পুরোনো ঐতিহ্যকে পুনরুদ্ধারের মাধ্যমে বিভাগীয় শহরগুলোকে শিল্পচর্চার একেকটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘শিল্পের শহর সিলেট’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী পর্বে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবেশিত হয় দলীয় নৃত্য, পথনাটক, লোকগান ও বাউলগান। এরপর রাত ৮টায় সিলেট জেলা স্টেডিয়াম চত্বরে শিল্পের শহর কর্মসূচির ২য় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

আবৃত্তিশিল্পী আবু বকর মো. আল আমিনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী।

সাংস্কৃতিক পরিবেশনায় ছিল শিল্পাঙ্গন সিলেটের দলীয় নৃত্য, থিয়েটার একদল ফিনিক্সের পথনাটক ‘ধুম্রজাল’, পল্লবী দাস মৌ-এর পরিবেশনায় লোকগান ও বাউলশিল্পী সূর্য্যলাল দাসের পরিবেশনায় বাউলগান।

বুধবার (১০ অক্টোবর) সকাল ১১টায় মদন মোহন কলেজ ক্যাম্পাসে, বিকেল সাড়ে ৪টায় সিলেট রেলওয়ে স্টেশন চত্বরে এই কর্মসূচির ৩য় ও ৪র্থ অনুষ্ঠান আয়োজন করা হবে। এতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।  

বাংলাদেশ শিল্পকলা একাডেমি উদ্যোগে এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সিলেট বিভাগীয় শহরের ১০টি গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচিটি বাস্তবায়নের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত