মৌলভীবাজার প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি , ২০১৯ ২১:০২

মৌলভীবাজারে শিল্পকলার প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত বন্দনা

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পালিত হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত বন্দনা অনুষ্ঠান।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। র‌্যালিতে জেলা শিল্পকলা একাডেমি শিক্ষার্থী, বিভিন্ন স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

এরপর অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, সভাপতিত্ব করেন এম এমদাদুল হক মিন্টু, সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার।

এছাড়া বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপূর্ব কান্তি ধর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু, সৈয়দ নওশের আলী খোকন, খালেদ চৌধুরী, আসম ছালেহ সোহেলসহ বিভিন্ন স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজারের শিক্ষার্থীবৃন্দ বসন্তের গান নিয়ে দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশনা করে।

পাশাপাশি সদর উপজেলা শিল্পকলা একাডেমি এবং রবিরশ্মি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দের পরিবেশনা ছিল। এছাড়া মৌলভীবাজার জেলার উদীয়মান তরুণ শিল্পী শহীদুল ইসলাম অভি সঙ্গীত পরিবেশনা করেছে। পরিশেষে দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত বন্দনা অনুষ্ঠান সমাপ্ত হয়।

আপনার মন্তব্য

আলোচিত