নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০১৯ ২২:১৭

জাল সার্টিফিকেট তৈরি ও সরবরাহ করায় প্রতারক গ্রেপ্তার

জাল সার্টিফিকেট তৈরি ও সরবরাহের দায়ে সিলেটে একজন প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার যুবকের নাম মো. রুবেল আহমদ; সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জের আলমপুর গ্রামের ডাক্তার রহমান আহমেদের পুত্র।

রোববার (১ সেপ্টেম্বর) নগরীর সুরমা মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানানয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি ওবাইন-এর নেতৃত্বে এসএমপির কোতোয়ালি থানা এলাকায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপি কোতোয়ালি থানাধীন সুরমা মার্কেটস্থ কৃষ্ণা মেটালিক এন্ড রাতুল ডিজিটাল ফটো’র দোকানের ভিতর থেকে ১টি সিপিইউ, ১টি জাল এসএসসির সার্টিফিকেট, ও ১টি পেনড্রাইভসহ জাল সার্টিফিকেট তৈরি ও সরবরাহ করায় ১ জন প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত