Advertise

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:১২

সিলেটে ছাত্র ইউনিয়নের বিভাগীয় ছাত্র সমাবেশ

৫৭ তম শিক্ষা দিবসে সিলেটে বিভাগীয় ছাত্র সমাবেশ করছে ছাত্র ইউনিয়ন।

সমাবেশের শুরুতে দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‍্যালি বের করা হয়।  র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।

পরে বিকেলে জাতীয় ও পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় সঙ্গীতের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করা হয়।

সমাবেশের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তাজমিন উদ্দিন খান। সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সরোজ কান্তির সভাপতিত্বে এতে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব, সাবেক সভাপতি জিএম জিলানী শুভ, সাধারণ সম্পটাদক অনিক রায়সহসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।।

আপনার মন্তব্য

আলোচিত