ওসমানীনগর প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০১৯ ২২:২৭

ওসমানীনগরে সুরুজা বেগম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটের ওসমানীনগরে সুরুজা বেগম ফাউন্ডেশনের (এসবিএফ) উদ্যোগে ‘সুরুজা বেগম’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার সাদীপুর ইউনিয়নের খসরুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। লেখাপড়ায় এগিয়ে নেয়ার উদ্দেশ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের উপহার এবং নগদ অর্থ প্রদান করা হবে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের সহ সভাপতি মাসুদ আহমদ, সাধারণ সম্পাদক মালেক আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম, কোষাধ্যক্ষ আলা উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম হোসেন সুহেল, প্রচার সম্পাদক শাহজাহান আহমদ, সহ ক্রীড়া সম্পাদক আবদুল কাইয়ুম, আবু সালেহ মিয়া, সাইফুর রহমান, ইকবাল হোসেন, সাজ্জাদুর রহমান, সুলতান আহমদ মাহবুব ও জুবায়ের আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন আনা, কবির আহমদ, প্রধান শিক্ষক নূর জাহান বেগম, শিক্ষক নেতা জুনেদ আহমদ প্রমুখ।

উল্লেখ্য যে, এলাকার আর্থ সামাজিক উন্নয়নের অবদান রাখতে লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ওসমানীনগরের চাঁনপুর গ্রামের প্রবাসী অর্থনীতিবিদ আবদুল গণি সুরুজা বেগম ফাউন্ডেশন গঠন করেন। ইতোমধ্যে তিনি এলাকার অসহায় মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিজ গ্রামে ভূমি ক্রয় করে ‘সুরুজা বেগম মেমোরিয়াল হাসপাতাল’র ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।  শিক্ষা ও সমাজ উন্নয়নসহ অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশন।

আপনার মন্তব্য

আলোচিত