ছাতক প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০১৯ ১৬:৫৭

ছাতকে ২ কিলোমিটার ড্রেন ও ফুটপাতের নির্মাণ কাজ শুরু

সুনামগঞ্জের ছাতক শহরের প্রধান সড়কের দু’পাশে ৫ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে প্রায় দুই কিলোমিটার ড্রেন কাম ফুটপাত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।

নগর উন্নয়ন প্রকল্প (ইউজিআইআই পি-৩) এর আওতায় এ ড্রেনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। শহরের ১ নং ব্রিজ হতে সুরমা নদী পর্যন্ত ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের উভয় পাশে এ ড্রেন নির্মাণ করা হবে।

৫ ফুট প্রস্থ ৭ ফুট ২ ইঞ্চি গভীর ড্রেনের এক পাশে দৈর্ঘ্য ১ হাজার ২০ মিটার ও অপর পাশের দৈর্ঘ্য ৯২৩ মিটার। ড্রেন কাম ফুটপাতের নির্মাণ কাজ শেষে শহরের সৌন্দর্য বর্ধনের জন্য ড্রেনের উপরের অংশে ব্যবহার করা হবে পার্কিং টাইলস।

এদিকে ড্রেনের নির্মাণ কাজ শুরু হওয়ার আগেই সড়কের উভয় পাশে সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে গড়ে উঠা বহু অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। ড্রেন নির্মাণের পাশাপাশি উচ্ছেদ অভিযানও পরিচালনা করা হচ্ছে।

ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রত্নাংকুর দাস, ঠিকাদার শাহীন চৌধুরী, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী এনামুল হক মনির, আজিজুল হক, পৌরসভার ফজলুল হক, কল্যানব্রত দাসসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত