জুড়ী প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০১৯ ১৬:৩০

জুড়ীর ডাকাতি মামলার আসামি গোলাপগঞ্জ থেকে গ্রেপ্তার

মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোমিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার জুড়ী থানার এসআই জাহাঙ্গীর আলমের নেৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোলাপগঞ্জ থানার পশ্চিমভাগ গ্রামের আমেরিকা প্রবাসীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, মোমিন জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আব্দুল খালিক মাখন মিয়ার ছেলে। পুলিশ জানায়, ইতিপূর্বে তিনি কুলাউড়া থানার এক মামলায় ১৪ বছর জেল খেটেছেন এবং তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলার অভিযোগ রয়েছে।

এস আই জাহাঙ্গীর আলম জানান, মোমিনের বিরুদ্ধে বড়লেখা থানার মামলা নং ১২/২০১৮, জিআর ১২০/১৮ মামলার ওয়ারেন্ট থাকায় এবং তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মোমিনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত