গোলাপগঞ্জ প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০১৯ ১৯:১৬

গোলাপগঞ্জে ফিজা-ফুলকলি-বনফুলসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে অভিজাত মিষ্টির দোকান ফিজা, ফুলকলি ও বনফুলসহ ছয়টি খাবার প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফখরুল ইসলাম ও সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চলা ৩ ঘন্টাব্যাপী অভিযানে এ ছয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফখরুল ইসলাম জানান, বাজারজাত নিষিদ্ধ এনার্জি ড্রিংক বিক্রি, পণ্যের মোড়কে আমদানীকারকের স্টিকার না থাকা ও পণ্যের গায়ে মূল্যতালিকা না থাকায় ঢাকাদক্ষিণ বাজারের ফিজাকে ২০ হাজার টাকা, ফুলকলিকে ১০ হাজার টাকা, বনফুলকে ২ হাজার টাকা, হেতিমগঞ্জ বাজারের বনফুলকে ৬ হাজার, ফুলকলিকে ৬ হাজার এবং রসমেলাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজালের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।

অভিযানে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৭।

আপনার মন্তব্য

আলোচিত