তাহিরপুর প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০১৯ ১৯:৫১

তাহিরপুরে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের তাহিরপুরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে টাঙ্গুয়ার হাওরপাড়ে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘হাওরাঞ্চলের পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। হাওরে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে অনেক সময়  নৌকাডুবি হলে মানুষ সাঁতরে গাছের উপর আশ্রয় নিয়ে জীবন রক্ষা করতে পারে। তাছাড়া মাছের বংশ রক্ষা ও উৎপাদনে গাছের ভূমিকা অপরিসীম। পাখিরা গাছের ডালে আশ্রয় নিতে পারে এমনকি গাছের ঢালপালা জ্বালানির কাজে ব্যবহার করা যায়। তাই আমরা আজ এই সভা থেকে প্রতিজ্ঞা করবো বাড়িতে গিয়ে সবাই যেন একটি করে গাছ রোপণ করি।’

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সহসভাপতি আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পীযুষ পুরকায়স্থ টিটু, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল মুনসুর, মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিসবাহুল আলম, ইউপি সদস্য মহিবুর রহমান রুবেল, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, রোমান আহমেদ তুষা, মনিরাজ ইসলাম দুর্জয়, আহমাদুল হাসান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত