গোলাপগঞ্জ প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০১৯ ১৯:৫৪

নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে : নাহিদ

নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, আমাদের নতুন প্রজন্মকে গতানুগতিক শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। ভালো শিক্ষার পাশাপাশি তাদেরকে ভাল মানুষ হতে হবে। আমাদের সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমাদের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল শিক্ষা ক্ষেত্রের পরিবর্তন। বর্তমানে আমাদের দেশ শিক্ষাক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন সাংসদ নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, আমাদের সন্তানরা যাতে বিশ্বের সাথে প্রতিযোগিতায় ঠিকে থাকতে পারে এজন্য তাদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনা বাংলা গড়ার উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু তাকে স্বাধীনতা বিরোধীরা এ স্বপ্ন পূরণ করতে দেয়নি। বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ণ করছেন। বাংলাদেশ এখন গরীব দেশ নয়, বাংলাদেশকে জাতিসংঘ, ইউনেস্কো উন্নত দেশের রোল মডেল হিসেবে দেখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য নেতৃত্বে দেশ সকল ক্ষেত্রে এগিয়ে গেছে।

তিনি আরও বলেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। এই দুটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে। এখন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ বিদ্যুৎ বিহীন নেই, বিদ্যুতের আলোয় সবাই।আলোকিত।

বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি, শতবর্ষ উদযাপন পরিষদের সভাপতি, মাছুম চৌধুরীর সভাপতিত্বে ও জহির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু, এয়ার কমডোর ( অব.) আলাউদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষক, অবসর প্রাপ্ত ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা আমজাদ আহমদ চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষক শেখ আখতারুল ইসলাম, জন-প্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আশফাক আহমদ চৌধুরী, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

বিদ্যালয়ের শিক্ষক মাওলানা ওলিউর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশ।

আরও বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী হামিদা খানম চৌধুরী, মরিয়ম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার শাহজাহান সিরাজ দারা, প্রাক্তন শিক্ষার্থী নরেন্দ্র দেব নাথ, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য তাজ উদ্দিন।

উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, শতবর্ষ উদযাপন পরিষদের প্রদান উপদেষ্টা ওয়ালিউজ্জামান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি রফিক আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল বাছিত, অরুণময় নাথ, মোহাম্মদ আহমদ চৌধুরী, আব্দুল মতিন, শতবর্ষ উদযাপন পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মঈনুল হক, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান জিলাল উদ্দিন, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এম এ মুহিত হিরা, বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, আওয়ামীলীগ নেতা আলী।আকবর ফখর, জিল্লুর রহমান প্রমুখ।

এর পরে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের পুরাতন পুরকায়স্থ বাজার এ্যাসেম্বল সেন্টার'র উদ্বোধন করেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

আপনার মন্তব্য

আলোচিত