বিশ্বনাথ প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০১৯ ২০:৩৬

বিশ্বনাথের ‘পাড়ুয়া-তেরাচাপা-মিরেরচর’ সড়ক পাকাকরণ কাজ শুরু

প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে সিলেটের বিশ্বনাথের ‘পাড়ুয়া-তেরাচাপা-মিরেরচর’ ২কিলো ২শ’ মিটার সড়ক পাকাকরণ কাজ শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে ওই সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়।

দৌলতপুর, উত্তর দৌলতপুর, হাসনাজি ও পাড়ুয়া গ্রামবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বহু প্রতীক্ষিত জনবহুল এ সড়কটিতে একসময় পায়ে হাঁটাও দায় ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামকে শহরে রূপান্তরিত করার লক্ষেই ‘পাড়ুয়া-তেরাচাপা-মিরেরচর’ সড়ক এখন পাককরণ করা হচ্ছে। এজন্য তারা দেশের প্রধানমন্ত্রী, স্থানীয় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, ও ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলীসহ স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতাও জানান।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলীর সভাপতিত্বে ও সংগঠক জাহেদুর রহমান তালুকদারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী আনা মিয়া।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট মুরব্বী আবদুল আহাদ, আশ্রব আলী, ইমান আলী, আবুল বশর চৌধুরী, হাজী নোয়াব আলী, যুক্তরাজ্য প্রবাসী তারিছ মিয়া, আবুল ফাত্তা তৈয়ব মিয়া চৌধুরী, ইউপি সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া, বাবুল মিয়া মাস্টার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতিক মিয়া, সুহেল চৌধুরী, আব্দুল্লাহ, লিটন মিয়া, ছমির মিয়া, আব্দুল মানিক, ফারুক মিয়া, মখছির আলী, ছনুফর আলী, সমছুল হক, ছুরত আলী, ময়না মিয়া, রফিক মিয়া, জাইদুল ইসলাম, লুৎফুর রহমান, শামীম আহমদ, শরিফ আলী, মাশুক মিয়া, আব্দুস শহিদ, রিপন মিয়া, আনর আলী, আব্দুল খালিক ও আমির আলী।

আপনার মন্তব্য

আলোচিত