শ্রীমঙ্গল প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:৫২

শীতের রাতে উষ্ণতা ছড়ালো কেনী’র গান

সকাল থেকেই আকাশের মুখ ছিলো ভার,কনকনে ঠান্ডার সাথে যোগ হয়েছিলো বৃষ্টির তাপমাত্রার পারদ নামছিলো হু হু করে৷ সেই তীব্র শীতের মধ্যেও গানের মাধ্যমে উষ্ণতা ছড়ালেন জার্মান প্রবাসী শ্রীমঙ্গলের প্রথিতযশা শিল্পী তাপসী রায় কেনী৷

সন্ধ্যা থেকেই তীব্র শীত উপেক্ষা করে শ্রীমঙ্গলের একটি চাইনিজ রেস্তোরার পার্টি সেন্টারে আয়োজিত "তাপসী রায় কেনীর" একক সংগীতানুষ্ঠানে দর্শকরা আসতে শুরু করেন,শিল্পী মঞ্চে এসে বসার আগেই কানায় কানায় পূর্ন হয়ে ওঠে হলরুমটি৷

এরপর তাপসী রায় খুলে বসেন তার গানের ডালি একে একে পরিবেশন করতে থাকেন নজরুল সংগীত,রবীন্দ্রসংগীত ও লোকজ গান৷ গানের তালে তালে দর্শকরা মন্ত্রমুগ্ধের মত শুনতে থাকেন শিল্পীর পরিবেশনাগুলো,দর্শকসারি থেকে আসতে থাকে একের পর এক অনুরোধ৷ "আলগা করোগো খোপার বাঁধন","আমার আপনার চেয়ে আপন যে জন',"মনে করি আসাম যাবো" সহ শিল্পী পরিবেশন করেন মোট ৩৫টির মত গান৷

শুক্রবার রাতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উদ্দীপ্ত তারুণ্যের আয়োজনে শহরের আগ্রা কন্টিনেন্টাল রেস্টুরেন্ট হল রুমে এ অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন জার্মানী প্রবাসী বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের প্রখ্যাত শিল্পী তাপসী রায় কেনী। তাঁর সাথে যন্ত্র শিল্পী হিসেবে ছিলেন মলয় দত্ত, সুশান্ত গুপ্ত, উত্তম দেব, শুভ প্রমুখ।

উদ্দীপ্ত তারুণ্যের মুখপাত্র সানজিতা শারমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অবিনাশ আচার্য। বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

গানের সাথে সাথে কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী দেবাশীষ চৌধুরী রাজা।

অনুষ্ঠানে শ্রীমঙ্গলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত