সিলেটটুডে ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২০ ১৯:১০

সিলেট শিল্পকলায় বঙ্গবন্ধু পুষ্পকানন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে একটি ‘পুষ্পকানন’ (ফুল বাগান) করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমি প্রাঙ্গণে একাডেমির শিশু বিভাগের ১০০জন শিশু প্রশিক্ষণার্থী ১০০টি ফুলের চারা তাদের নামে রোপণ করে।

এসময় পুষ্পকাননের তাৎপর্য তুলে ধরে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

পুষ্পকানন নির্মাণ কর্মসূচিতে  উপস্থিত ছিলেন একাডেমির প্রশিক্ষক পান্না দাস, জ্যোতি ভট্টাচার্য, অরুণ কান্তি তালুকদার, প্রতীক এন্দ, অমলেশ রায় ও রিপন কুমার চন্দ, উচ্চমান সহকারী রবিউল আহাম্মেদ রনি, তালযন্ত্র সহকারী কৃতি সুন্দর দাস, সকল কর্মচারীবৃন্দ এবং প্রায় শতাধিক অভিভাবক।

আপনার মন্তব্য

আলোচিত