জৈন্তাপুর প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি , ২০২০ ০১:২৭

জৈন্তাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ মিলয়নাতনে অনুষ্টিত হয়।

সোমবার দুপুর ১২ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) ফারুক হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার, উপজেলা আনসার ভিডিবির প্রশিক্ষিকা কমলা আক্তার রুজি, সিলেট পল্লী বিদ্যুত সমিতি-২ এর সহকারি জেনারেল ম্যানেজার, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, বাহারুল আলম বাহার, শাহ আলম চৌধুরী তোফায়েল, আমিনুর রশিদ, মোঃ ইয়াহিয়া, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল।

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জৈন্তাপুর উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা দাদন ব্যবসায়ীদের হাতে সমাজের নিরিহ মানুষ নির্যাতিত হতে মুক্ত দেওয়া, উপজেলার বিভিন্ন হাট বাজারে ঔষধ ব্যবসার নামে ফার্মেসী দিয়ে নিরিহ মানুষদের কাছে অপ্রয়োজনীয় ঔষধ বিক্রি করা রোধ, জৈন্তাপুর বাজারে রাস্তার পাশে দোকান বসিয়ে পথচারীদের চলা-চলে বাধা সৃষ্টি করে অবৈধ ব্যবসা পরিচালনাকারীদে উচ্ছেদ সহ যানজট নিরসনে সকলের সহযোগিতা কামনা করা হয়।   

আপনার মন্তব্য

আলোচিত