গোয়াইনঘাট প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি , ২০২০ ১৯:২০

গোয়াইনঘাট থানায় নতুন হেল্প ডেস্ক চালু

সিলেটের গোয়াইনঘাট থানায় অপরাধ দমনে পুলিশের তৎপরতাকে আরও বেগবান এবং পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আরও একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এই হেল্প ডেস্ক আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

তাৎক্ষনিক পুলিশি সেবা কার্যক্রম নামের এই হেল্প ডেস্কের মাধ্যমে জরুরী ভিত্তিতে জি.ডি, কোন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনারোধে তাৎক্ষনিক পুলিশি সেবা, নারী এবং শিশু সুরক্ষাসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সেবা পরিধি বাড়ানোর লক্ষ্যে কাজ করবে এই বিশেষ হেল্প ডেস্ক।

সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিনের নির্দেশে ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের উদ্যোগ চালু করা হয় এই হেল্প ডেস্ক।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, গোয়াইনঘাট থানা এলাকায় পুলিশের সেবা, আইনশৃঙ্খলা রক্ষাসহ সর্বোপরি পুলিশের পক্ষ থেকে সহজতর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই হেল্প ডেস্ক কাজ করবে। মুজিববর্ষে গোয়াইনঘাট থানা পুলিশের এই বিশেষ সেবা থানা পুলিশের কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রেও ভূমিকা পালন করবে।

আপনার মন্তব্য

আলোচিত