কমলগঞ্জ প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০২০ ২০:৩৩

চাতলাপুর চা বাগানের ৭৭ চা শ্রমিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস মোকাবেলায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের দরিদ্র অসহায় ৭৭ চা শ্রমিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে খ্রিষ্টীয় ধর্মীয় সংগঠন ন্যাজারিন মিশন বাংলাদেশ এর উদ্যোগে চাতলাপুরের চৌচল্লিশ পাট্টা এলাকার শিশু উন্নয়ন কেন্দ্র প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, সুজি, লবণ, সাবান ও বিস্কুট।


খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়নের সদস্য রাম জনম ভর, ন্যাজারিন মিশন বাংলাদেশ আঞ্চলিক কর্মকর্তা তরুণ বারিকদার, চাতলাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন বাউরী, সাজু রায়, মমি নায়েক প্রমুখ।

উদ্যোক্তারা জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে মানুষজন এখন গৃহবন্দী। ফলে দুর্ভোগে পড়েছেন দুঃস্থ ও অসহায় মানুষজন। তাই সরকারের খাদ্য সহায়তার পাশাপাশি মানবিক বিবেচনায় অসহায় কর্মহীন মানুষের পাশে এগিয়ে এসেছে ন্যাজারিন মিশন বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত