
২৬ মে, ২০২০ ১৩:০৯
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৬ মে) সকাল পৌনে ১১টার দিলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
বিজ্ঞাপন
ডেপুটি স্পিকারের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বপন কুমার বিশ্বাস জানান, আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন। গত কয়েকদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
তিনি আরও জানান, সিএমএইচ থেকে আনোয়ারা বেগমের মৃতদেহ নিয়ে যাওয়া হবে ডেপুটি স্পিকারের নিজ বাড়ি গাইবান্ধায়। সেখানেই তাকে দাফন সম্পন্ন হবে।
আপনার মন্তব্য