সিলেটটুডে ডেস্ক

২২ নভেম্বর, ২০১৬ ১৪:৪০

নিজের বাল্যবিয়ে নিজেই ঠেকালো স্কুলছাত্রী কল্পনা

টাঙ্গাইলের বাসাইলে প্রশাসনের সহায়তা নিয়ে নিজের বাল্যবিয়ে নিজেই ঠেকিয়ে দিয়েছে স্কুলছাত্রী কল্পনা শীল (১৪)।

কল্পনা বাসাইল পৌর শহরের পূর্বপাড়ার শ্রীভাষ চন্দ্র শীলের মেয়ে ও বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। 
  
জানা গেছে, গতকাল সোমবার (২১ নভেম্বর) বিয়ের দিন ধার্য ছিল। এ উপলক্ষে সব আয়োজনও সম্পন্ন করা হয়। কিন্তু নিজের বয়স ১৮ হওয়ার আগে বিয়ে করবে না বলে বাবা-মাকে সাফ জানিয়ে দেয় কল্পনা। তার কথা শোনেননি বাবা-মা।

নিরুপায় হয়ে রোববার স্কুলের পরীক্ষা শেষ করে দুই বান্ধবীকে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসানের কার্যালয়ে গিয়ে হাজির হয় কল্পনা। সেখানে বিস্তারিত ঘটনার বিবরণ দেয় সে।

ঘটনা শুনে এসিল্যান্ড কল্পনার বাবা-মাকে তাঁর কার্যালয়ে ডেকে আনেন। পরে মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়ে কল্পনাকে বাড়িতে নিয়ে যান তার বাবা-মা। 
  
এ ঘটনায় কল্পনার বাবা শ্রীভাষ চন্দ্র শীলকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, বাসাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত