সিলেটটুডে ডেস্ক

২৪ জানুয়ারি, ২০১৭ ২২:৫৫

২৫তম স্ত্রীর মামলায় ২৭তম স্ত্রীর বাড়ি থেকে গ্রেপ্তার!

২৫তম স্ত্রীর করা মামলায় ইয়াসিন ব্যাপারী (৪৬) নামে এক ব্যক্তিকে তার ২৭তম স্ত্রীর বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রোববার সন্ধ্যায় বরগুনার তালতলী উপজেলার গেন্ডামারা গ্রামে ২৭তম স্ত্রীর বাবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়।

ইয়াসিন ব্যাপারীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তথ‌্য গোপন করে ও যৌতুক নিয়ে একের পর এক মোট ২৮টি বিয়ে করেছেন তিনি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

গ্রেফতারকৃত ইয়াসিন খুলনার রূপসা ঘাট এলাকার ময়নুদ্দিন ব্যাপারীর ছেলে। সোমবার তাকে আদালতের মাধ‌্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমতলীর আদালত পরিদর্শক দুলাল মিয়া।

সূত্র জানায়, খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের শিউলী আক্তার তানিয়া নামে এক নারী গত বছরের ২৯ সেপ্টেম্বর খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক আইনে ইয়াসিনের বিরুদ্ধে মামলা করেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার জানান, ইয়াসিন তথ‌্য গোপন করে ২৮টি বিয়ে করেছেন বলে শিউলী আক্তার তানিয়া অভিযোগ করেছেন। তবে জিজ্ঞাসাবাদে দুটি বিয়ের কথা স্বীকার করেছেন ইয়াসিন।

শিউলী জানিয়েছেন, ২০১১ সালে তার সঙ্গে ইয়াসিনের বিয়ে হয়। তাদের একটি মেয়ে রয়েছে। একসময় তিনি জানতে পারেন, তার আগে আরও ২৪টি বিয়ে করেছেন ইয়াসিন। এরপর চেষ্টা করে এখন পর্যন্ত ইয়াসিনের আগের ১৭জন স্ত্রীর ঠিকানা যোগাড় করতে পেরেছেন বলে জানান শিউলি।

তবে শিউলী তার স্বামীর আগের ১৭ স্ত্রীর নাম-ঠিকানা দিলেও সেসব তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত