বেনাপোল প্রতিনিধি

৩০ মে, ২০১৭ ১৬:১৫

বেনাপোলে ১০ পিস স্বর্ণের বার সহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ পিস স্বর্ণের বার সহ মনির হোসেন (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে বেনাপোল বাজা‌রের ইসলামী ব্যাংকের সাম‌নে থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের বিজিবি সদস্যরা স্বর্ণসহ তাকে আটক করেন।

আটক মনির হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী পশ্চিমপাড়া গ্রামের আব্দুল সোবহানের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে আমরা জানতে পারি সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে অভিযান চা‌লি‌য়ে বেনা‌পোল বাজা‌রের ইসলামী ব্যাংকের সাম‌নে থে‌কে তা‌কে আটক করা হয় । পরে তার শরীর তল্লাশি ক‌রে কোমরে বাঁধা অবস্থায় এক কেজি দুইশ’ গ্রাম ওজনের ১০ পিছ স্বর্ণের বার পাওয়া যায়।

৪৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, আটক মনিরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হ‌বে।

আপনার মন্তব্য

আলোচিত