সিলেটটুডে ডেস্ক

৩০ মে, ২০১৭ ১৮:৪৫

পাবনায় মুক্তিযোদ্ধা লাঞ্ছিত, ছাত্রলীগ নেতা বহিষ্কার

পাবনা সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল হাইকে লাঞ্ছিত করায় উপজেলা ছাত্রলীগ সভাপতি শামীম আদম লিটনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৯ মে) রাতে তাঁকে বহিষ্কার করা হয় বলে ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরো জনানো হয় যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই লিটনকে বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিম আদম লিটন তার বাবার নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হাইকে লাঞ্ছিত করেন। পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুল হাইকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল অফিসের একটি কক্ষ থেকে উদ্ধার করেন।

এদিকে লিটনের বিরুদ্ধে বিভিন্ন ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে তার বহিষ্কারের খবরে স্বস্তি জানিয়েছে সুজানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা।

উপজেলা ছাত্রলীগ সভাপতি শামীম আদম লিটনের বিরুদ্ধে টেন্ডারবাজি, মাদক ও বালিমহালে চাঁদাবাজি সহ এলাকায় আরো অনেক অভিযোগ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত